Team Viewer এর নাম মোটামুটি সবাই কমবেশি শুনে থাকবেন।
এর সাহায্যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার পরিচালনা করা যায়। এই
সুবিধাটি এখন পুরোপুরি উপভোগ করতে পারবেন এন্ড্রয়েড ফোনের সাহায্যে, যেখানে
অনায়াসে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার পিসিটিকে!
কি জন্য দরকার হতে পারেঃ ধরেন আপনি বেশ কয়েকটি কন্টেন্ট ডাউনলোড দিয়ে বাইরে বের হয়েছেন। কিন্তু বের হয়ে আপনার মনে হল যে আপনি বাসায় ফিরে একটি মুভি দেখতে চান। সেক্ষেত্রে আপনার ফোনটিতে যদি টিম ভিউয়ার থাকে আপনি অন্য ডাউনলোড গুলো বন্ধ করে দিতে পারেন, যাতে করে ইন্টারনেট মুভি ডাউনলোড হবে বেশি স্পীড এ! আর বাসায় ফিরে দেখলেন মুভি ডাউনলোড হয়ে গেছে। যেখানে অন্য ডাউনলোডগুলো হতে থাকলে এসে দেখতেন মুভি তখনো ডাউনলোড কমপ্লিট হয়নি।
এরকম আর হাজারো সুবিধা পাওয়া যাবে এ অ্যাপ্লিকেশান থেকে।
ব্যাবহারের নিয়মঃ
১) ইন্সটল করে নিন Team Viewer এর এন্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি। ডাউনলোড করুন এখান থেকে
২) এবার আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন Team Viewer এর পিসি ভার্সনটি। ডাউনলোড করুন এখান থেকে
৩) এখন আপনার কম্পিউটার এর Team Viewer লঞ্চ করে ID ও Password নিয়ে এন্ড্রয়েড এর Team Viewer ইন্টারফেস এ প্রবেশ করুন। ব্যস! আপনার কাজ শেষ।
এবার বাইরে থেকে, এমনকি অন্য দেশ থেকেও কন্ট্রোল করুন আপনার প্রিয় কম্পিউটারটিকে!!!
কি জন্য দরকার হতে পারেঃ ধরেন আপনি বেশ কয়েকটি কন্টেন্ট ডাউনলোড দিয়ে বাইরে বের হয়েছেন। কিন্তু বের হয়ে আপনার মনে হল যে আপনি বাসায় ফিরে একটি মুভি দেখতে চান। সেক্ষেত্রে আপনার ফোনটিতে যদি টিম ভিউয়ার থাকে আপনি অন্য ডাউনলোড গুলো বন্ধ করে দিতে পারেন, যাতে করে ইন্টারনেট মুভি ডাউনলোড হবে বেশি স্পীড এ! আর বাসায় ফিরে দেখলেন মুভি ডাউনলোড হয়ে গেছে। যেখানে অন্য ডাউনলোডগুলো হতে থাকলে এসে দেখতেন মুভি তখনো ডাউনলোড কমপ্লিট হয়নি।
এরকম আর হাজারো সুবিধা পাওয়া যাবে এ অ্যাপ্লিকেশান থেকে।
ব্যাবহারের নিয়মঃ
১) ইন্সটল করে নিন Team Viewer এর এন্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি। ডাউনলোড করুন এখান থেকে
২) এবার আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন Team Viewer এর পিসি ভার্সনটি। ডাউনলোড করুন এখান থেকে
৩) এখন আপনার কম্পিউটার এর Team Viewer লঞ্চ করে ID ও Password নিয়ে এন্ড্রয়েড এর Team Viewer ইন্টারফেস এ প্রবেশ করুন। ব্যস! আপনার কাজ শেষ।
এবার বাইরে থেকে, এমনকি অন্য দেশ থেকেও কন্ট্রোল করুন আপনার প্রিয় কম্পিউটারটিকে!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন