১২/১৩/২০১২

নোকিয়া থেকে ২জি অথবা ৩জি সংযোগকে কে বানিয়ে ফেলুন ওয়াইফাই

মাথা আমার খুব গরম এখন । ১ বছর খোঁজার পর আজ পেয়ে গেলাম সেই কাঙ্খিত মজার সফটওয়্যার । এর মাধ্যমে আপনার নোকিয়া মোবাইল কে ওয়াইফাই ডিভাইস হিসেবে ব্যাবহার করতে পারবেন । আপনার নোকিয়া মোবাইল অবশ্যই s60v5 s^3 সমর্থিত হতে হবে । ফুল ভার্সন শেয়ার করলাম, কাজেই সব গুলা ফিচার পাবেন এখানে ।

1.  ডাউনলোড করুন Download Here
২। ইন্সটল করুন এবং মোবাইল অফ-অন করুন ।
৩। সফটওয়্যার চালু করুন ।
৪। নিচের দৃশ্য গুলো দেখুন এবং সে অনুযায়ী কাজ করুন ।
৫। উপরের কাজ গুলো শেষ হলে আপনার কাজ ও শেষ ।
৬। এখন আপনার ল্যাপটপ বা ওয়াইফাই (WLAN) সমর্থিত মোবাইল থেকে কানেক্ট করুন এবং আপনার বানানো ওয়াইফাই সংযোগ নির্বাচন করুন ।
৭। এখন অনায়াসে ব্যাবহার করুন আপনার ওয়াইফাই লাইন ।
 বিশেষ দ্রষ্টব্যঃ আপনার সংযোগ যেকেউ ব্যাবহার করতে পারে । তাই সতর্কতা অবলম্বন করুন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন