১২/১০/২০১২

নোকিয়া s60v5 ফোনে এসএমএস এর ব্যাকআপ নেয়ার কৌশল

আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। অনেক সময় আমাদের ফোনে ভাইরাস ঢুকে এবং তখন মেমরী কার্ড ফরমেট দেয়ার প্রয়োজন হয়। কিন্তু যারা s60v5 ফোনে এসএমএস মেমরী কার্ডে স্টোর করেন, তারা তখন মেমোরি কার্ডটিকে ফরম্যাট করে দিতে বাধ্য হন আর sms  গুলো সব মুছে যায়। কিন্তু আমার কাছে এটার একটা সমাধান রয়েছে।
 নোকিয়া s60v5 ফোনের মেমোরি কার্ডটিকে ওপেন করুন কম্পিউটারের মাধ্যমে । এবার Show Hidden Files  করুন। তারপর দেখুন ১টা ফোল্ডার আছে নাম- Private. সেটিকে ওপেন করুন। তার ভেতরে অনেকগুলো ফোল্ডার আছে, তার মধ্যে থেকে খুজে বার করুন – 1000484B ফোল্ডারটিকে। কপি করুন আর কম্পিউটার এর যেকোনো জারগায় রেখে দিন। মেমোরি কার্ডটিকে ফরম্যাট করুন। ফরম্যাট করার পর মেমোরি কার্ডটি পুনরায় ওপেন করুন আর private নামে ১ টি ফোল্ডার বানান। সেটির ভেতরে আপনার 1000484B নামক ফোল্ডারটি paste করে দিন।
 দেখবেন সব sms আপনার memory card এই আছে আর কার্ড টি format ও হয়ে গেছে  আর virus ও মুছে গেছে। একই পদ্ধতিতে একটি মেমোরি কার্ড থেকে অন্য মেমোরি কার্ড এ sms কপিও করতে পারবেন।
Download Here

First File Not Working Then Pls Download This File........

Download Here 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন