চিত্র ১
আমি আমার নোকিয়া মোবাইলের সেটিংস্ অনুযায়ী দেখালাম
অ্যাপ্লিকেশন মেনু ওপেন করুন (আমার মোবাইলের ফাইল ম্যানেজার মেনুটি অ্যাপ্লিকেশন মেনুর ভিতরে রাখা আছে)
চিত্র ২
অফিস মেনু ওপেন করুন (আমার মোবাইলের ফাইল ম্যানেজার মেনুটি, অফিস মেনুর ভিতরে রাখা আছে)
চিত্র ৩
ফাইল ম্যানেজার মেনু ওপেন করুন।
চিত্র ৪
ডাউনলোড করা সফটওয়্যার যে ড্রাইভে সেভ করে রেখেছেন, সেই ড্রাইভটি
ওপেন করুন (আমি আমার ফোন মেমোরিতে সেভ করে রেখেছি, এর জন্য আমি ফোন মেমোরি
ওপেন করেছি)
চিত্র ৫
ডাউনলোড করা সফটওয়্যারের ফোল্ডার ঠিক এই রকম হবে (01 Sadia Roni Android 2.1) । ফোল্ডারটি ওপেন করুন।
চিত্র ৬
৬টি সিস (.sis) ফাইল থাকবে এই ফোল্ডারে। ০১ নাম্বার সিস (.sis) ফাইলটি ইন্সটল করে নিন ঠিক নিচের চিত্রের মতো।
চিত্র ৭
অপেক্ষা করুন।
চিত্র ৮
OK ক্লিক করুন।
চিত্র ৯
Continue ক্লিক করুন।
চিত্র ১০
কোন ড্রাইভে ইন্সটল করতে চান সেটা বাছাই করুন। (আমি এখানে ফোন মেমোরিতে ইন্সটল করেছি)
চিত্র ১১
Continue ক্লিক করুন।
চিত্র ১২
অপেক্ষা করুন। আর ইন্সটল শেষ হলে এভাবে এক এক করে ১ থেকে ৬ পর্যন্ত সব সিস (.sis) ফাইল গুলো ইন্সটল করুন।
চিত্র ১৩
আমার মোবাইলে ইন্সটল করা সফটওয়্যারটি অ্যাপ্লিকেশন হিসাবে অ্যাপ্লিকেশন মেনুতে সেভ হইছে।
চিত্র ১৪
জি-ডেস্ক (GDesk) নামের অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।
চিত্র ১৫
জি-ডেস্ক (GDesk) ওপেন করার পরে আপনার মোবাইলের স্ক্রীন এই রঙের হয়ে যাবে। আপনি আপনার স্ক্রীনের যেকোনো স্থানে টাচ (Touch) করুন।
চিত্র ১৬
স্ক্রীনের উপরে টাচ (Touch) করার পরে এরকম একটা মেনু আসবে।
চিত্র ১৭
ডিজাইন (Design) ক্লিক করুন।
চিত্র ১৮
লোড ডিজাইন (Load Design) ক্লিক করুন।
চিত্র ১৯
ডাউনলোড করা ফোল্ডারটি ( 01 Sadia Roni Android 2.1) ওপেন করুন।
চিত্র ২০
ডাউনলোড করা ফোল্ডার থেকে Sadia Roni.gdd ফাইলটি সিলেক্ট করুন।
চিত্র ২১
অবাক করা যাদু দেখুন!
চিত্র ২২
স্ক্রীন অ্যাডজাস্টমেন্ট (Screen Adjustment) করার জন্য স্কিনের খালি যেকোনো যায়গায় টাচ (Touch) করুন এবং অপশনে(Option) ক্লিক করুন।
চিত্র ২৩
ফুল স্ক্রীন (Full Screen) ক্লিক করুন।
চিত্র ২৪
ব্যাস ফুল স্ক্রীন (Full Screen) হয়ে গেল।
চিত্র ২৫
আবার স্ক্রীনের খালি যায়গায় টাচ (Touch) করুন।
চিত্র ২৬
ডিজাইনে (Design) ক্লিক করুন।
চিত্র ২৭
ডান (Done) ক্লিক করুন। মনে রাখবেন আপনি যদি কোন সেটিংস পরিবর্তন করেন
তাহলে অবশ্যই যেকোনো কিছু পরিবর্তনের পর ডান (Done) ক্লিক করতে হবে।
পাঠক বন্ধুরা উপভোগ করুন অ্যান্ডরইড (Android) মোবাইল
If u like it ... Then comments here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন