যা যা লাগবে
- একটি ইউএসবি ফ্লাশ ড্রাইভ (৪ জিবি+)
- ভিস্তা/৭ অপারেটিং সিস্টেম ডিস্ক বা ফাইল (যদি পিসিতে কপি করা থাকে)
- ভিস্তা/৭ এ চলছে এমন একটি কম্পিউটার
প্রথম ধাপ: ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করা
এই ধাপে আমরা উইন্ডোজের diskpart কমান্ড ব্যবহার করে ফ্লাশ ড্রাইভ ফরম্যাট করবো (সতর্কতা: ফ্লাশ ড্রাইভের সব ফাইল মুছে যাবে)।- ইউএসবি ড্রাইভটি কম্পিউটারের সাথে যুক্ত করুন।
- এ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রমপ্ট খুলুন (Start > All Programs > Accessories > Command Prompt এ মাউসের ডান বোতাম চেপে “Run as administrator” এ ক্লিক করুন)।
- কমান্ড প্রমপ্টে নিচের কমান্ড গুলো লিখে আপনার ফ্লাশ ড্রাইভটি খুজে নিন।
list disk
ধরুন আমার ডিস্কটি হচ্ছে disk 1
- এখন নিচের কমান্ডগুলো লিখে আপনার ড্রাইভটি ফরম্যাট করে নিন।
clean
create partition primary
select partition 1
active
format fs=NTFS
assign
exit
সবকিছু শেষ হবার পর আপনার ফরম্যাটেড ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে গেলো।
দ্বিতীয় ধাপ: ফ্লাশ ড্রাইভকে বুটেবল করা
এই
ধাপে আমরা bootsect কমান্ড ব্যবহার করবো যা উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭
ডিস্কে আছে (আমি অনুমান করছি যে আপনারা আগের কমান্ড উইন্ডো বন্ধ করেন নি)।
- আপনার উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কটি ড্রাইভে প্রবেশ করান (হতে পারে তা সত্যিকারের ডিস্ক আবার হতে পারে virtual ডিস্ক)।
- কমান্ড প্রমপ্টে ডাইরেক্টরি পরিবর্তন করে ডিভিডি ড্রাইভের বুট ডিরেক্টরি তে যান (আমার ডিভিডি ডিস্ক হচ্ছে G:)
g:
cd g:\boot
cd g:\boot
- এখন আমরা bootsect কমান্ডটি ব্যবহার করবো (আমি ধরে নিচ্ছি আপনার ফ্লাশ ড্রাইভটি হচ্ছে h। নিচের কমান্ডগুলো প্রয়োগ করুন:
bootsect /nt60 h:
- এখন আপনি কমান্ড প্রমপ্ট বন্ধ করতে পারেন, কমান্ড প্রমপ্টের কাজ শেষ।
তৃতীয় ধাপ: ইন্সটলেশন ডিস্ক থেকে ফাইল কপি করা
আপনার
উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ ৭ ডিস্কের সবকিছু কপি করে আপনার সদ্য তৈরী করা
ফ্লাশ ড্রাইভে পেস্ট করে দিন। ব্যস আপনার বুটেবল ফ্লাশ ড্রাইভ তৈরী হয়ে
গেলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন