১২/১০/২০১২

মোবাইল থেকে ফেইসবুক চ্যাট করার জন্য দারুন একটি সফটওয়্যার

বাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আগের মতই  ভাল আছি। ফেসবুক ইউজ করে না এমন লোক খুব কমই দেখা যায়, যারা অন্তত নেট ইউজ করে তাদের মধ্যে। সামাজিক যোগাযোগ এর সাইট গুলোর মধ্যে এর জুড়ি নেই। আমার মনে হয় এই লেখাটি যরা পড়তেছেন তার ৯০ ভাগ এরই ফেসবুক একাউন্ট আছে। ফেসবুক শুধুমাত্র এখন স্ট্যাটাস, কমান্ড, ছবি, ভিডিও এর মধ্যেই সীমাব্ধ নেই। ২০০৮ এর এপ্রিল মাসে ফেসবুক চ্যাট শুরু হলেও, প্রথম দিকে এর তেমন ইতিবাচক সারা পাওয়া যাইনি। বর্তমানে ফেসবুক ব্যবহারি প্রায় অনেক ভাগই ফেসবুক চ্যাট ইউজ করে।
 যাক ওসব কথা মুল কথাই আসি, ফেসবুক চ্যাট শুধু মাএ কম্পিউটার এর মধ্যেই সীমাব্ধ নেই, মোবাইল থেকেও এই সুবিধা পাওয়া যায়। আই ফোন গুলোর মধ্যে এর চাহিদা বেশি হলেও জাভা সমর্থিত মোবাইলএও এর ব্যপক ব্যবহার রয়েছে।
 মোটামোটি অনেক সফটওয়্যার দিয়েই জাভা সমর্থিত মোবাইলএ ফেসবুক চ্যাট করা যায় আজ আমি যে সফটওয়্যার টির সাথে পরিচয় করিয়ে দিব তা “Facebook chat” নামেই পরিচিত। সফটওয়্যারটি অনেকেরি হয়ত পরিচিত, যারা যানেন না তাদের উপকার হবে, তাই আমার এই লেখা। দুইটি ডাউনলোড লিংক দেওয়া হল নিচে..........
1. Facebook Chat Download Here
2. Facebook Chat Download Here. No-2

Thnx Everybody

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন