১২/২৩/২০১২

উইন্ডোজ ৭ এ নিন উইন্ডোজ ৮ , উবুন্টু , ম্যাক এবং এন্ড্রয়েডের স্বাদ

 

এখনকার দিনে আমরা প্রায় সবাই উইন্ডোজ ৭ ব্যবহার করি । উইন্ডোজ ৭ এর কাছে টিকতে পারছে না অন্যান্য অপারেটিং সিস্টেম । কিন্তু অন্যান্য
অপারেটিং সিস্টেম নেহাত ফেলনা নয় । এইসব অপারেটিং সিস্টেম গুলোতে এমন অনেক ফিচার আছে যেগুলো উইন্ডোজ ৭ কেও হার মানায় । এখন
আপনি যদি ফিচার গুলো উপভোগ করতে চান তাহলে তো অপারেটিং সিস্টেম গুলো সেটাপ দিতে হবে । কিন্তু সেটা তো অনেক ঝামেলা । এখন আপনি
উইন্ডোজ ৭ এ পাবেন উইন্ডোজ ৮ , উবুন্টু এবং ম্যাকের স্বাদ !!! এইজন্য আপনাকে সফটওয়্যার ডাউনলোড করতে হবে । অন্যান্য সাধারন সফটওয়্যারের
মতো এগুলোকে ইনস্টল করে উইন্ডোজ ৮ , উবুন্টু এবং ম্যাকের স্বাদ পাবেন আপনি । আবার সফটওয়্যার আনইনস্টল করলে পুনরায় উইন্ডোজ ৭ এ
ফিরে যাবেন ।।। :D
এবার সফটওয়্যারের পরিচয় দি…


  • আপনি যদি উইন্ডোজ ৮ ব্যবহার করতে চান ==>
প্রথমে এই সফটওয়্যার টা ডাউনলোড করতে হবে । এই লিংকে যান http://www.softpedia.com/get/System/OS-Enhancements/Vista-Transformation-Pack.shtml ( ৫৮.৪ এমবি) ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার টা ওপেন করুন । সাধারন সফটওয়্যার এর মতো ইনস্টল করুন । ইনস্টল শেষ হলে রিস্ট্রাট নিতে চাইবে । রিস্ট্রাট নিন । কিছু স্ক্রিনশট…



  • আপনি যদি উবুন্টু ব্যবহার করতে চান ==>
প্রথমে এই সফটওয়্যার টা ডাউনলোড করতে হবে । এই লিংকে যান http://www.softpedia.com/get/System/OS-Enhancements/Ubuntu-Skin-Pack.shtml (৪১.৭ এমবি) । ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার টা ওপেন করুন । তাহলে এইরকম আসবে






  • আপনি যদি ম্যাক ব্যবহার করতে চান ==>
প্রথমে এই সফটওয়্যার টা ডাউনলোড করতে হবে । এই লিংকে যান  http://www.softpedia.com/get/System/OS-Enhancements/Lion-Skin-Pack.shtml (৬২.৬ এমবি) । ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার টা ওপেন করুন । তাহলে এইরকম আসবে






  • আপনি যদি এন্ড্রয়েড ব্যবহার করতে চান ==>
এন্ড্রয়েড গুগলের তৈরি একটি মোবাইল অপারেটিং সিস্টেম । কিন্তু এখন থেকে আপনি আপনার স্বাদের পিসিতেও এটি ব্যবহার করতে পারবেন । এজন্য প্রথমে আপনাকে এই সফটওয়্যার টা ডাউনলোড করতে হবে । এই লিংকে যান  http://www.deviantart.com/download/261282717/android_skin_pack_1_0_x86_by_hameddanger-d4bk719.zip (২৬.৪এমবি) ।
ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার টা ওপেন করুন । এবার সাধারন সফটওয়্যার এর মতো ইনস্টল করুন । ইনস্টল শেষ হলে রিস্ট্রাট নিতে চাইবে । রিস্ট্রাট নিন । দেখবেন আপনার পিসি সম্পূর্ন বদলে গেছে । এমনকি আপনার বুট স্ক্রিনও পাল্টে যাবে । কিছু স্ক্রিনশট…



শেষ !
আনইনস্টল : Control Panel এ যান । “Uninstall a program” এ ক্লিক করুন । এবার সফটওয়্যারটি  আনইনস্টল করে দিন । রিস্ট্রাট নিতে চাইবে । রিস্ট্রাট নিন । দেখবেন আপনার পিসি সম্পূর্ন আগের মতো হয়ে গেছে
যারা লিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন, তাদের অবশ্য কষ্ট হবে । ব্যক্তিগত ভাবে আমার কাছে ম্যাকই ভালো লেগেছে । আপনাদের কোনটা ভালো লাগে জানাবেন ।
মনে  রাখবেন, এটা স্ক্রিন প্যাক । সব সুবিধা পাবেন না । দুধের স্বাদ ঘোলে মেটানো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন