নিজেই বানান Animated Wallpaper / Screen Saver সহজে
সবাইকে আজকের টিউনে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আমি আজ আপনাদের দিবো দারুন একটা সফটওয়্যার, আশা করি সবার ভাল লাগবে। এটা দিয়া আপনি নিজের ইচ্ছা মত Animated Wallpaper / Screen Saver বানান। Software তার নাম wallpaper maker এর সাইজ মাত্র 7,455 KB । আর মজা নেন। আপনার ছবির উপর Aquarium এর মাছ বা অন্যান্য Effect দিন। তো চলুন কিভাবে করবেন দেখি-
ধাপ- ১
- প্রথমে নতুন এতটি ডকুমেন্ট নিন।File > New (Ctrl+N).
- এবার Screen Short এর মার্ক করা পয়েন্ট এ Click করে photo select করে দিন। {{ছবি সাইজ এত হলে ভালো 83cm (width) * 63cm (height)}}
ধাপ- ২
- Chose Effect Button এ click করে Effect Select করেন। এখানে আমি Ring On Water দিয়েছি।
ধাপ- ৩
- Animations এর + Button এ Click করেন
- করার পর Add New Object আসবে
- এখান থেকে আপনার ইচ্ছা মত Animation Select করেন।
ধাপ- ৪
- এবার আপনি Edit Animation এ Click করেন।
- এবার আপনি নিচে দেখেন।।
কাজ শেষে Hide Button এ Click করেন।
ধাপ- ৫
আপনি ইছা করেল Sound Add করতে পারেন। এর জন্য দেখেন-মার্ক করা এখানে Click করে আপনার পছন্দের সাউন্ড দিন। Spa Mode Sound Chose করাই ভালো। তবে আপনার ইচ্ছা মতই দিন।
মার্ক করার পাশেই Star চিনহের মত আইকন আছে এর মাধ্যমে Sample দেখতে পারেন।
ওঃ হ্যাঁ save করতে কিন্ত ভুলবেননা
ধাপ- ৬
আপনার কাজতো প্রায় শেষ। ইচ্ছা করলে এখানও আপনার দেয়া ছবি Change করতে পারেন। এখান আপনি Change Background এ click করে ছবি Select করে দেন।এবার নিচে দেখেন
Preview Wallpaper and Set Wallpaper দেয়া আছে। ইচ্ছা করলে Preview দেখতে পারেন।
ধাপ- ৭
আপনি সফল ভাবে কাজ করেছেন। ইচ্ছা করেল এই ভাবে Slides থেকে আরও ডিজাইন করতে পারেন। তাহলে একটার পর একটা আপনার Desktop এ Show করবে। কিভাবে Slides Add করবেন-
তারপর নীচের মত window আসবে। Follow করেন-
- Add New Slide এ ইচ্ছা করলে Slide Name দিতে পারেন।
- Image file এ মার্ক করা অপশন এর Open এ Click করেন। ছবি দেন।
- Animation এ Animation সিলেক্ট করে দেন।
- আবার আগের মত করে কাজ করেন।
কাজ শেষ হলে নিচে দেখেন Set Wallpaper এ Click করে দেন-
নীচের Step টি শেষ করেন। আর আপনাকে কষ্ট দিবনা-
Yes you are successful.
ওঃ হ্যাঁ Software টা Download করতে এখানে http://www.4shared.com/file/9-PAlkwB/wallpaper_maker.html যান।
ওঃ আরেকটা কথা আপনি এখান থেকে spa mode sound download করতে pls go bellow link
all for Password == tunerpage.com
Vol. 1http://www.mediafire.com/?l72sy24j9j6kvt5
Vol. 2
http://www.mediafire.com/?qgvzld7glghaka6
Vol. 3
http://www.mediafire.com/?fb92dcjt0es2568
Vol. 4
http://www.mediafire.com/?6b66toouqd5681h
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন