১২/০৯/২০১২

ঝাঁকিয়ে লক আনলক করুন সেলফোন!!!!!!!!!

ঝাঁকিয়ে লক আনলক করুন সেলফোন!!!!!!!!!

কাজ শেষে কিংবা কাজের শুরুতে সেলফোন লক-আন করা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। তবে চাইলে এবার ঝাঁকিয়েই লক-আনলকের কাজটি করা যাবে। সেজন্য প্রয়োজন হবে মাত্র ০.০২ মেগাবাইট আকারের একটি অ্যাপ্লিকেশন [অ্যাপস] ”সেইক লক”। আকারে ছোট হলেও এটি অত্যান্ত কার্যকরি। ব্যবহার করা জন্য অ্যাপসটি ডাউনলোডের পর ইন্সটল করে নিতে হবে। তবে জাভা ব্যবহারকারিদের জন্য ইন্সটল করার প্রয়োজন হবে না। উভয়ের ক্ষেত্রেই অ্যাপসটির কাছ থেকে পুরোপুরি সুবিধা আদায় করার জন্য সেটিংস থেকে কিছুটা পরিবর্তন করে নিতে হবে। সেটিং মেন্যুর Auto Start, Hide Running, On or Off এবং Sensitivity অপশন থেকে প্রয়োজন মতো সাজিয়ে নেওয়া যাবে। তবে মনে রাখতে হবে Sensitivity অপশনটি যত কম বেশি করে রাখা হবে সেলফোন লক-আন করতে হলে ততো হালকা কিংবা জোড়ালোভাবে ঝাঁকানো প্রয়োজন হবে। জাভা ও সিম্বিয়ান ব্যবহারকারিরা এটি ডাউনলোড করতে পারবেন এইখান থেকে Download Here ( Just Click Download Via PC )
আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারিদের গুগল প্লে থেকে  সেইক লক লিখে সার্চ করেও এটি ডাউনলোড করতে পারবেন।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন