১২/০৯/২০১২

আপনার কম্পিউটারকে ভ্যাকসিন দিয়ে নিন।

মেমোরি কার্ড বা পেন ড্রাইভ থেকে কম্পিউটারে ভাইরাসের সংক্রমন বেশি হয়। এ ক্ষে্ত্রে সবচেয়ে  বেশি ঝামেলায় ফেলে ‘অটোরান’ ভাইরাসটি।
একে ঠেকানোর কিছু সফটওয়্যার রয়েছে তার মধ্যে “পান্ডা ইউএসবি ভ্যাকসিন” জনপ্রিয়। এটি কম্পিউটার থেকে যেকোন অটোরান ভাইরাস যেমন মুছে ফেলতে পারে, তেমনি অটোরান ভাইরাসকে প্রবেশ করতে বাধা দেয়।
কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করার পর কম্পিউটারে সংযুক্ত  সব ড্রাইভে একটি Autorun.inf ফাইল তৈরী করবে ।  এই ফাইল টি সাধারনত হিডেন হিসেবে থাকবে, যেটি এ ড্রাইভে অন্য কোন অটোরান ফাইল ঢুকতে দেবে না।
এটি টিকার মত কাজ করে , মানে একবার কন ড্রাইভ কে টিকা দিলে এটি কখনোই অটোরান ভাইরাসে আক্রান্ত হবে না। সফটওয়্যারটি ইনস্টল না থাকলেও ড্রাইভকে অটোরান আক্রান্ত করতে পারবে না। সফটওয়ারটি ইন্টারনেট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়। সফটওয়্যারটি ব্যাবহার করতে হলে প্রথমে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।
Download Here This Software
সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে আপনার ইউএসবি ড্রাইভকে কম্পিউটারের সাথে যুক্ত করুন। কম্পিউটারকে অটোরান মুক্ত রাখতে  Vaccinet Computer এ ক্লিক করতে হবে। আর
পেন ড্রাইভকে অটোরান মুক্ত রাখতে Vaccinet USB তে ক্লিক করুন।













পোস্টটি ভাল লাগলে কমেন্ট করবেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন