১২/০৯/২০১২

সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন


android logo1 300x225 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেনসবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার পোস্ট। ভুল ত্রুটি হতেই পারে, কারন আমরা মানুষ! আর এই ভুল ত্রুটির জন্য ক্ষমা চাব না। তবে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য অনুরধ করবো। দয়া করে আমার ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিবেন যাতে আমি সংশোধন হতে পারি আর নির্ভুল ভাবে সবার মাঝে প্রযুক্তির কথা ছড়িয়ে দিতে পারি। নিজের ভাষায় কোন কিছু প্রকাশ করাটা অনেক আনন্দের আর সেই প্রকাশের বিষয় বস্তু যদি কারো ক্ষুদ্রতম প্রয়োজনে আসে, তাহলেই যিনি অনেক কষ্ট করে এবং অনেক সময় ব্যয় করে লেখাটি প্রকাশ করেন অর্থাৎ লেখক তিনি তার সফলতা পেয়ে থাকে। যাই হউক কেমন আছেন আপনারা? দোয়া করি আল্লাহ্‌র অশেষ কৃপায় সব সময় ভালো থাকেন আর আমার জন্যও আপনারা দোয়া করবেন যাতে আমি আমার পরিবার নিয়ে ভালো থাকি। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন যাতে তারা ভালো থাকে এবং আমি যতো দিন বাঁচবো তার থেকে কয়েক হাজার গুন বেশি আল্লাহ্‌ যেন তাদেরকে বাঁচিয়ে রাখে আর এই দোয়া সন্তান হয়ে পৃথিবীর সব পিতা-মাতার জন্য। পাঠক বন্ধুরা চলুন শুরু করা যাক মুল আলোচনা। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যোগাযোগের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে অনেক কিছুই ব্যাবহার করা হয়েছে আর এখনো হচ্ছে। বর্তমান এই সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে মোবাইল। যা দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যায় খুব সহজে আর মুহূর্তের ভিতরেই। তারপরেও পরিবর্তন হচ্ছে যোগাযোগ ব্যাবস্থার মাধ্যম, আবিষ্কার হচ্ছে সব নতুন নতুন প্রযুক্তি। আমরা যারা অল্প আয়ের মানুষ, আমরা কেউ প্রযুক্তির সাথে দৌরে পাল্লা দিয়ে পারতেছি না। আর আমার মনে হয় এই অল্প আয়কে সাথে নিয়ে প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে পারবোও না। তবে পাঠক বন্ধুরা আপনাদের হতাশ হবার কিছুই নেই, খুব সহজ আর ছোট ছোট কিছু পথ অবলম্বন করলেই আপনারাও কিছুটা হলেও প্রযুক্তির সাথে, প্রযুক্তির হাত ধরে হাঁটতে পারবেন আগামির পথে। আপনারা যারা সিম্বিয়ান অপরেট (Symbian OS ) মোবাইল ব্যাবহার করেন, তারা ইচ্ছা করলেই সিম্বিয়ান(Symbian ) মোবাইল থেকে অ্যান্ডরইড (Androidমোবাইলে রুপান্তর করতে পারবেন। এই কাজটি করার জন্য ৭ টি সফটওয়্যার প্রয়োজন হবে, যার ভিতর ৬ টি সিস (.sis) ফাইল ফরম্যাটে আর অন্য ১ টি জিডিডি (.gdd) ফাইল ফরম্যাটে। প্রথমে আপনাকে সিস (.sis) ফাইল ফরম্যাটের ৬ টি সফটওয়্যার মোবাইল ফোনে ইন্সটল করে নিতে হবে। ইন্সটল শেষে ইন্সটলিত আপ্লিকেশন চালু করে জিডিডি (.gdd) ফাইল ফরম্যাটের বাকি ফাইলটি লোড করে নিতে হবে। ব্যাস আপনার সিম্বিয়ান (Symbian ) মোবাইলটি অ্যান্ডরইড (Android) মোবাইল হয়ে গেল। বন্ধুরা আমি জানি আমি যেভাবে বুঝিয়েছি,এভাবে আপনারা কিছুই বুঝেন নাই। আর আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন এর জন্য আমি নিচে চিত্র সহ বিস্তারিত লিখলাম। নিচের ডাউনলোড লিংক লেখার উপর ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন।
চিত্র ১
Scr000001 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
আমি আমার নোকিয়া মোবাইলের সেটিংস্‌ অনুযায়ী দেখালাম

অ্যাপ্লিকেশন মেনু ওপেন করুন (আমার মোবাইলের ফাইল ম্যানেজার মেনুটি অ্যাপ্লিকেশন মেনুর ভিতরে রাখা আছে)

চিত্র ২
02 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
অফিস মেনু ওপেন করুন (আমার মোবাইলের ফাইল ম্যানেজার মেনুটি, অফিস মেনুর ভিতরে রাখা আছে)
চিত্র ৩
03 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
ফাইল ম্যানেজার মেনু ওপেন করুন।
চিত্র ৪
04 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
ডাউনলোড করা সফটওয়্যার যে ড্রাইভে সেভ করে রেখেছেন, সেই ড্রাইভটি ওপেন করুন (আমি আমার ফোন মেমোরিতে সেভ করে রেখেছি, এর জন্য আমি ফোন মেমোরি ওপেন করেছি)
চিত্র ৫
05 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
ডাউনলোড করা সফটওয়্যারের ফোল্ডার ঠিক এই রকম হবে (01 Sadia Roni Android 2.1) । ফোল্ডারটি ওপেন করুন।
চিত্র ৬
06 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
৬টি সিস (.sis) ফাইল থাকবে এই ফোল্ডারে। ০১ নাম্বার সিস (.sis) ফাইলটি ইন্সটল করে নিন ঠিক নিচের চিত্রের মতো।


চিত্র ৭
07 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
অপেক্ষা করুন।


চিত্র ৮
08 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
OK ক্লিক করুন।



চিত্র ৯
09 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
Continue ক্লিক করুন।

চিত্র ১০
10 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
কোন ড্রাইভে ইন্সটল করতে চান সেটা বাছাই করুন। (আমি এখানে ফোন মেমোরিতে ইন্সটল করেছি)

চিত্র ১১
11 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
Continue ক্লিক করুন।

চিত্র ১২
12 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

অপেক্ষা করুন। আর ইন্সটল শেষ হলে এভাবে এক এক করে ১ থেকে ৬ পর্যন্ত সব সিস (.sis) ফাইল গুলো ইন্সটল করুন।
চিত্র ১৩
13 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

আমার মোবাইলে ইন্সটল করা সফটওয়্যারটি অ্যাপ্লিকেশন হিসাবে অ্যাপ্লিকেশন মেনুতে সেভ হইছে।

চিত্র ১৪
14 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

জি-ডেস্ক (GDesk) নামের অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।
চিত্র ১৫
15 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন
জি-ডেস্ক (GDesk) ওপেন করার পরে আপনার মোবাইলের স্ক্রীন এই রঙের হয়ে যাবে। আপনি আপনার স্ক্রীনের যেকোনো স্থানে টাচ (Touch) করুন।

চিত্র ১৬
16 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

স্ক্রীনের উপরে টাচ (Touch) করার পরে এরকম একটা মেনু আসবে।
চিত্র ১৭
17 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

ডিজাইন (Design) ক্লিক করুন।

চিত্র ১৮
18 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

লোড ডিজাইন (Load Design) ক্লিক করুন।
চিত্র ১৯
19 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

ডাউনলোড করা ফোল্ডারটি ( 01 Sadia Roni Android 2.1) ওপেন করুন।
চিত্র ২০
20 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

ডাউনলোড করা ফোল্ডার থেকে Sadia Roni.gdd ফাইলটি সিলেক্ট করুন।
চিত্র ২১
21 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

অবাক করা যাদু দেখুন!

চিত্র ২২
22 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

স্ক্রীন অ্যাডজাস্টমেন্ট (Screen Adjustment) করার জন্য স্কিনের খালি যেকোনো যায়গায় টাচ (Touch) করুন এবং অপশনে(Option) ক্লিক করুন।
চিত্র ২৩
23 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

ফুল স্ক্রীন (Full Screen) ক্লিক করুন।
চিত্র ২৪
24 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

ব্যাস ফুল স্ক্রীন (Full Screen) হয়ে গেল।
চিত্র ২৫
25 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

আবার স্ক্রীনের খালি যায়গায় টাচ (Touch) করুন।
চিত্র ২৬
26 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

ডিজাইনে (Design) ক্লিক করুন।
চিত্র ২৭
27 সিম্বিয়ান (Symbian OS ) মোবাইলকে অ্যান্ডরইড (Android) মোবাইলে রুপান্তর করুন। বদলে যান বদলে দিন! না দেখলে সত্যিই মিস করবেন

ডান (Done) ক্লিক করুন। মনে রাখবেন আপনি যদি কোন সেটিংস পরিবর্তন করেন তাহলে অবশ্যই যেকোনো কিছু পরিবর্তনের পর ডান (Done) ক্লিক করতে হবে।
পাঠক বন্ধুরা উপভোগ করুন অ্যান্ডরইড (Android) মোবাইল
 If u like it ... Then comments here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন