১২/১৩/২০১২

আপনার উইন্ডোজ কে ওয়াইফাই হট স্পট হিসেবে ব্যবহার করুন এবং ইন্টারনেট কানেকশান শেয়ার করুন যত খুশি তত পিছি তে কোন রকম রউটার ব্যবহার ছাড়া ।

আজ আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই তা হল উইন্ডোজ থেকে ইন্টারনেট কানেকশান শেয়ার কিন্তু কোন রকম রউটার ব্যবহার না করে। শুনে সবাই বিশ্বাস করতে পারছেন না তাই না। রউটার ছাড়া আবার কেমন করে ইন্টারনেট কানেকশান শেয়ার করা যায় । অবিশ্বাস্য হলেও সত্যি কারন আমি নিজে এটা ব্যবহার করি। আমরা সবাই ওয়াইফাই সম্পর্কে জানি এটা এমন একটি নেটওয়ার্ক সিস্টেম যার আওতায় গেলে অটোমেটিক নেট কানেকশান পাওয়া যায়।যদি আপনার কম্পিউটার ওয়াইফাই সার্ভার হয় তাহলে কেমন হয়। হা মাত্র ১ মেগাবাইট এর একটি সফটওয়্যার ব্যবহার করে আপনি ইন্টারনেট কানেকশান শেয়ার করতে পারেন যত খুশি তত পিছি তে। প্রথম এ আপনার কম্পিউটার এ নেট কানেকশান দিন। এরপর সফটওয়্যার টি ইন্সটল করুন। এবার দেখুন স্ক্রিন শট

এখান থেকে আপনি ইচ্ছা মত নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড দিতে পারেন তবে পাসওয়ার্ড হতে হবে কমপক্ষে ৮ ডিজিট। এরপর দেখবেন আপনার পাশের কম্পিউটার এ অটোমেটিক আপনার দেওয়া নেটওয়ার্ক নেম পেয়ে গেছে। এখন একটি মডেম দিয়ে অনেক গুলো ল্যাপটপ এ নেট ব্যবহার করুন। এটা প্রায় ১০০ মিটার পর্যন্ত কাজ করে। তবে রুম এর ভিতর ব্যবহার এর জন্য খুবই উপযোগী।
শর্ত আপনার কম্পিউটার এ অবশ্যই WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক থাকতে হবে। সাধারণত সকল ল্যাপটপ এ ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN)থাকে।
যারা ডেক্সটপ ব্যবহার করেন বা যাদের WLAN নেই তারা মাত্র কয়েক শত টাকা দিয়ে wifi device কিনতে পারেন।
আমি উইন্ডোজ সেভেন ব্যবহার করি উইন্ডোজ এক্সপি তে কাজ করবে কিনা জানি না।
নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন

VirtualRouterInstaller

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন