১২/২৩/২০১২

ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য আপনার পিসির অটোরান বন্ধ রাখুন

ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য আপনার পিসির অটোরান বন্ধ রাখুন
 
অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও কম্পিউটারে সিডি, ডিভিডি, কিংবা পেনড্রাইভ ব্যবহার করার প্রয়োজন হয়ে উঠে। কিন্ত সেই প্রয়োজন যদি হয় বিপজ্জনক তাহলে তো বিরক্তি লাগাটা অস্বাভাবিক কিছু নয়। আসলে বেশিরভাগ ভাইরাস এই সমস্ত ডিভাইসগুলো পিসিতে কানেক্ট করানোর সাথে সাথে সয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়ে কম্পিউটারের  বিভিন্ন জায়গায়
 
তাই সয়ংক্রিয়ভাবে ভাইরাস ছড়ানো থেকে পিসিকে নিরাপদে রাখার জন্য আপনি চাইলে আপনার পিসির রিমূভএবল ডিভাইসগুলোর অটোরান বন্ধ করে রাখতে পারেন। যাতে করে কোন রিমূভএবল ডিভাইস পিসিতে কানেক্ট করানোর পর, সয়ংক্রিয়ভাবে আপনার পিসিতে ভাইরাস ছড়াতে না পারে
চলুন সেটিংসটি করে নেই
১। Start Menu > Run গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন
২। Group Policy নামে একটি Window আসবে
৩। Computer configuration > Administrative Templates > System Commend দিন
৪। ডানপাশে অনেকগুলো Options দেখা যাবে
৫। Turn off Auto play তে ডাবল ক্লিক করুন ফলে নতুন একটি Window আসবে
৬। Enable এবং All Drives নিবার্চন করে Apply > Ok করুন

 
৭। পূর্বের সেটিংস পিরে যেতে নং Option থাকা অবস্থায় Not Configured করে দিতে হবে
বিঃদ্রঃ- এই ট্রিক্সটি শুধুমাত্র সয়ংক্রিয়ভাবে ভাইরাস ছড়ানো থেকে আপনার পিসিকে নিরাপদে রাখবে। সুতরাং পেনড্রাইভে প্রবেশ করার পূর্বে অবশ্যই পেনড্রাইভ স্ক্যান করে নিন